|| ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি
নীলফামারীতে ধর্ষণ চেষ্টায় এক ব্যাক্তি গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২০
মোঃ জুয়েল রানা (নীলফামারী প্রতিনিধি) নীলফামারীতে ধর্ষণ চেষ্টা মামলায় মিজানুর রহমান(৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের বেরাডাঙ্গা শাহপাড়া এলাকা খেকে তাকে আটক করা হয়।
মিজানুর সেখানকার মৃত. দবির উদ্দিন শাহ’র ছেলে।
সুত্র জানায়, সেখানকার প্রথম শ্রেণীর এক ছাত্রীকে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬মার্চ দুপুরে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় মিজানুর। বিষয়টি পরদিন রাতে পুলিশে জানানো হলে তাৎক্ষনিক ভাবে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় মেয়েটির মা একটি মামলা করেছেন।
বিকেলে আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয় তাকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.