|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডেমরায় ফার্নিচারের দোকানে আগুন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২০
সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরায় এক ফার্নিচার তৈরির দোকানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে লাখ টাকার কাঠ ও বিভিন্ন আসবাবপত্র।
১৮ মার্চ( বুধবার) রাত সাড়ে নয়টায় বামৈল এলাকায় উত্তম কুমার
সুত্রধরের মালিকানাধীন বি-বাড়িয়া ভাই ভাই ফার্নিচারের ওই দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাতে তার দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ডেমরা থানার এস অাই মোঃজাহিদ বলেন, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বামৈল বাজারের বি বাড়িয়া ফার্নিচারের দোকানে আগুন লাগে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখায় ফার্নিচার ও কাঠের দোকানের প্রায় লক্ষাধিক টাকার অাসবাবপত্র পুড়ে যায়।
ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় অাধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগে আগুনে বেশ কিছু কাঠের দরজা,খাটসহ লাখ টাকার মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অাবদুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডের খবরে দ্রুত ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু ফার্ণিচারের দোকানে মজুদ থাকা কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্রের কারণে আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পরে।
প্রায় অাধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অাগুনে কোনো হতাহত হয় নি।অগ্নিকান্ডে দোকানে থাকা কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্র পুড়ে গেছে ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.