|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অনুযায়ী না চলায় প্রবাসী নারীকে ৫ হাজার টাকা জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২০
মোঃ ইলিয়াস আলী,
ঠাকুরগাঁয়ে হোম কোয়ারেন্টাইন ছেড়ে বাহিরে থাকার দায়ে ঠাকুরগাঁওয়ের এক নারী প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ১৯ মার্চ সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
জেলার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা প্রস্তুত করে ১৭ জন বিদেশ ফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টোইনে থাকার নির্দেশ প্রদান করেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। নির্দেশনা অমান্য করে এক নারী প্রবাসী ভারতীয় ভিসা সেন্টার আসায় তাকে জরিমানা করে বাড়িতে পাঠানো হয়েছে।
করোনামুক্ত ঠাকুরগাঁও গড়তে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.