|| ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি
সৈয়দপুরে সরকারী নির্দেশ অমান্য করায় কোচিং সেন্টারের অর্থদন্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২০
মোঃ জুয়েল রানা ( নীলফামারী প্রতিনিধি) নীলফামারীর সৈয়দপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় দুজন পরিচালককে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ দুটি কোচিং সেন্টার শনাক্ত ও জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন।
সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার দেশের সকল স্কুল,কলেজ,মাদ্রাসা ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। তবুও সৈয়দপুর শহরে বেশ কিছু কোচিং সেন্টার চালু রাখা হয়। এ অবস্থায় বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের নেতৃত্বে শহরে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় শহরের কুন্দল এলাকায় সৈয়দপুর সরকারি কলেজের প্রধান ফটক সংলগ্ন মারুফ হিসাব বিজ্ঞান প্রাইভেট সেন্টার ও দারুল উলুম মাদরাসা মোড় এলাকার ইংলিশ টিউটোরিয়াল হোম নামের দুইটি কোচিং সেন্টার চালু অবস্থায় পাওয়া যায়।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত মারুফ হিসাব বিজ্ঞান প্রাইভেট সেন্টারের পরিচালক মো. মারুফ হোসেন জনিকে এক হাজার টাকা এবং ইংলিশ টিউটোরিয়াল হোমের পরিচালক প্রভাষক মো. মশিউর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, ‘কোচিং সেন্টারগুলো বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.