|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুজিবশতবর্ষে সোনাগাজীতে হামদর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২০
সোনাগাজী প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) সোনাগাজী চিকিৎসা ও বিক্রয়কেন্দ্রে আলোকসজ্জা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন- নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি নুরুল আমিন পলাশ, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএমএসএফ; সোনাগাজী শাখার সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল্লাহ রিয়েল,
এতে উপস্থিত ছিলেন- সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বাহার উল্যাহ বাহার, হামদর্দ সোনাগাজী শাখার ব্যাবস্থাপক মোঃ খোকন হাওলাদারের সভাপতিত্বে আরো ছিলেন ডাঃ শফিকুল ইসলাম সহ হামদর্দ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে হামদর্দ সোনাগাজী চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের পক্ষ থেকে একশত জন রোগীকে বিনামূল্যে ব্যাবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়। এবং উপস্থিত সকলকে রূহআফজা দিয়ে আপ্যায়ন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.