|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস ২০২০ উপলক্ষে ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে আলোচনা সভা মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জন্মশতবার্ষিকী ও শিশু দিবস ২০২০ উপলক্ষে ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান'র আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় পৌরসভা প্রাঙ্গঁনে এই সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা'র সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, উপজেলা আ'লীগ সভাপতি নিজামউদ্দিন মজুমদার, জাতীয় নিরাপত্তা বিভাগ'র অতিরিক্ত পরিচালক মনসুর আহম্মদ বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, পৌর আ'লীগ'র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা কর্মচারিবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ সহ আরো অনেকে। ছাগলনাইয়া ইসলামিয়া মাদ্রাসা'র শিক্ষক মাওলানা ঈসমাইল হোসেন টুমছুরি'র পরিচালনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। এর আগে সকালে পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি এম. মোস্তফা'র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.