|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
পাকিস্তানে পঙ্গপালের আক্রমণে ফসল উৎপাদন করতে হিমসিম- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২০
করোনা ভাইরাস শেষ হওয়ার আগেই তার
থেকেও পৃথিবীবাসীর জন্য সব থেকে বড়
চ্যালেঞ্জ পঙ্গপালের (স্থানীয় ভাষায় ঘাস
ফড়িং) আক্রমন। বর্তমানে এই পঙ্গপাল
ভারত,পাকিস্তান এবং চীনে অবস্থান
করেছে।
যেটা আমাদের দেশে বছরের শেষ কিংবা
২০২১ সাসলে আঘাত হানতে পারে। এরা ৪০
দিনে ৮০ গুণ
বংশবিস্তার করতে পারে।
১৫ দিনে ৩৫ হাজার লোকের খাবার খেয়ে
ফেলে। আগামী জুন মাস নাগাদ এদের
সংখ্যা ৫০০ গুণ হবে জাতিসংঘের তথ্য
মোতাবেক। যেটা সারা পৃথিবীর খাদ্য-
ভান্ডারের ১০% খেয়ে ফেলবে।
দেখা দেবে চরম খাদ্য ঘাটতি এবং দুর্ভিক্ষ।
যার উদাহরণ স্বরূপ আফ্রিকা মধ্যপ্রাচ্যে
দুর্ভিক্ষ চলছে এই পঙ্গপালের কারণে।
কিন্তু এ বছরই সবথেকে বেশি ভয়ংকর
অবস্থায় পৌঁছেছে। এই পঙ্গপালের আক্রমণ কে গজব স্বরূপ বলা হয়েছে।ইহুদি রাষ্ট্র ইসরাইলেও
আক্রমণ করেছে এই পঙ্গপাল।বিশেষজ্ঞরা
বলছেন এটা হচ্ছে একরকম করোনার ভাইরাস সংক্রমণের মতো গবেষকরা বলছেন এটা হচ্ছে
ফসলকে শেষ করা,পঙ্গপাল আসার পূর্বে যে দুর্ভিক্ষ হবে তার নিদর্শন। সুতরাং বোঝাই যাচ্ছে
পৃথিবীর জন্য কত বড় চ্যালেঞ্জ হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.