|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথকভাবে কেক কাটা আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ "মুজিববর্ষে সোনার বাংলা ছড়ায় নতুন স্বপ্নাবেশ, শিশুর হাসি আনবে বয়ে আলোর পরিবেশ" এই শ্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জন্মশতবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস ২০২০ উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম'র সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগ সভাপতি নিজামউদ্দিন মজুমদার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক মনসুর আহমেদ বিপ্লব, আনসার ভিডিপির পরিচালক সালমা সিদ্দীকা, পৌর আ'লীগ সভাপতি ও পৌর মেয়র এম. মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা আ'লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দীন বুলবুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মমিন, উপজেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই, মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুর করিম সহ অন্যন্যা বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কেকে কেটে জাতির জনকের জম্মদিন পালন করা হয় এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে চিত্রাঙ্কন ও ভাষন'র উপর বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আ'লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান'র পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি পৃথক পৃথকভাবেও কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ'র মাধ্যমে এই কর্মসুচি পালন করেন যথাক্রমে উপজেলা আ'লীগ কার্য্যলয়, পৌরসভা কার্য্যলয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.