|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
কবিতার শিরবিন্দু ________________/পাপিয়া আক্তার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২০
তোমায় ভুলতে গিয়ে হৃদয় পুড়ে গেছে অজস্রবার
অথচ পোড়া হৃদয়ের ধ্বংসস্তুপে দেখি
এখনও সযত্নে লুকিয়ে রেখেছি তোমার নাম।
কতোকাল এভাবে কেটে গেছে হিসাব নেই
কতো অনুভূতি বুকের দীর্ঘশ্বাসে মরে গেছে জানা নেই।
কতোবার হৃদয়ের অতলান্ত কেঁদেছে
জনম দুঃখের আঙিনায় মনে নেই।
থেমে গেছে পরিচিত সময়, হয়ে গিয়েছি মলিন।
তুমি নেই,তুমি হীনতায় ভুগছি হাজার বছর
তুমি হীনতায় ছড়িয়ে পড়েছে ভাল না থাকার অসুখ,
দীর্ঘশ্বাস আর নিরব চিৎকার নিয়ে কাটে অন্ধকার রাত
তুমি হীনা স্বপ্নভঙ্গের বেদনায় অস্বস্তিবোধ লাগে হৃদয়ে
তুমি হীনা আমি বিরহের দূরত্ব দহনে দগ্ধ অনবরত
তুমি হীনা থেমে গেছে জীবনের সব সমীকরণ।
তোমায় পাবো বলে বুকে বেঁধেছি আশার মিনারে-
সকাল সন্ধ্যা পুলকে সিক্ত হবো আবেগী চুম্বনে,
কতো বসন্ত অতীত হলো তবু তুমি এলেনা।
তুমি আসবে বলে সাতাশটি বছর কাটালাম অপেক্ষায়
তুমি চলে যাওয়ার পর আজও বসন্ত আমায় রাঙায়নি
দখিন মাতাল হাওয়ায় চোখ বন্ধ করে দাঁড়াইনি,
কৃষ্ণচূড়ার ফাগুনের আগুন আমায় জাগায়নি।
আসবে আসবে বলে আশার দোলাচলে রইলে অদৃশ্য।
কতো দুঃখ যন্ত্রনার পাহাড় বুকে চাপা দিয়ে
রুদ্ধ কন্ঠস্বরে এক সাগর জল চোখে নিয়ে রুক্ষ স্পর্শে
কতোবার খুঁজেছি,কতোবার ডেকেছি তোমায়।
তুমি এলে দশকোটি বছর আমি নিদ্রায় যাবোনা
হাভাতে কবির বুকের ভিতর ছন্দের যে আজন্ম ক্ষুধা,
তুমি এসে প্রশমিত করো হিমেল ভালবাসা দিয়ে
কথা দিলাম,সমস্ত দুঃখ কষ্টের উর্ধ্বে তোমাকে রাখবো
কবিতার শিরবিন্দুতে।
সেয়ার করার অনুরোধ রইলো। দৈনিক বাংলার অধিকার এ বিজ্ঞাপন দিন বিজ্ঞাপন পড়ুন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.