|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শেরপুরে করোনা প্রতিরোধে পুলিশের মাস্ক লিফলেট বিতরণ-_দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২০
রোকোনুজ জামান রকি, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর পৌর এলাকার ধুনট মোড়ে রবিবার বেলা ১১টার দিকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে বগুড়া জেলা পুলিশ।
এসময় বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, কাউন্সিলর নাজমুল আলম খোকনসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকতা অবলম্বন করতে হবে।
পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইঞা বলেন, বগুড়ায় এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।
পরে প্রায় সহস্রাধিক পথচারী নারী পুরুষের মাঝে ফেসমাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.