|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুজিববর্ষ উপলক্ষে ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ "মুজিববর্ষ অঙ্গীকার, নিজ আঙ্গিনা করব পরিস্কার" এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ছাগলনাইয়া পৌর কার্য্যলয়, উপজেলা পরিষদ কার্য্যলয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রধান সড়ক গুলি পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা'র নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে হাতে ঝাড়ু নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
পরিস্কার পরিচ্ছনতা বিষয়ক সম্পর্কে জিজ্ঞেস করলে পৌর মেয়র দৈনিক বাংলার অধিকার ও দৈনিক স্বদেশ বিচিত্রা ছাগলনাইয়া প্রতিনিধিকে জানান, এই শহর আপনার আমার, এই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দায়িত্বও আপনার আমার, তদুপরি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পৌরবাসি অনেক জটিলতা রোগ থেকে মুক্তি পাবে। মুলত এই শ্লোগানে উজ্জীবিত হয়ে মুজিববর্ষ উপলক্ষে ছাগলনাইয়া পৌরসভার এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে সারা বছরব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.