|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জমিজমা সংক্রান্ত বিষয়ে রক্তাক্ত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২০
শারমিন শোভা (মানিকগন্জ প্রতিনিধি) বিচারের রায় বিপক্ষে যাওয়ায় তিন ভাইকে রক্তাক্ত ও যখম করেছে প্রতিপক্ষ। গত ১৫/০৩/২০ইং তারিখে মানিকগন্জ সদরাস্থ নয়াকান্দি নবগ্রামে এঘটনা ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় জমিজমা সংক্রান্ত বিবেদ নিষ্পত্তির লক্ষ্যে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে। বিবাদী সাহাবুদ্দীনের বসত বাড়িতে সন্ধ্যা ৭ ঘটিকায় গ্রাম্য সালিশ বসে। উক্ত সালিশে প্রতিপক্ষের বিপক্ষে রায় হলে চেয়ারম্যান- মেম্বার ও এলাকাবাসীর সামনে বাদীপক্ষকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে বিবাদীগন।
চেয়ারম্যান সহ সকলের বাধা উপেক্ষা করে বাদীগণের উপর ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এতে করে বাদীপক্ষের আবুল কালাম আজাদ (৩৮) আব্দুল আউয়াল (৩৫) মাজেদুল(২৮) পিতাঃ আব্দুল মান্নান বেপারীগন মারাত্মক ভাবে আহত হন। আবুল কালাম আজাদের অবস্থা আশংকাজনক। তারা সকলেই মানিকগন্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বেপারে মানিকগন্জ সদর থানায় অভিযোগ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.