স্টাফ রিপোর্টার ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কাকালদী ঢালী আম্বারস রির্সোট সংলগ্ন অপর্বূ ফাস্টফুড ও কফি হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন ছাত্র ছাত্রীকে আটক করেছে পুলিশ। রেস্টুরেন্টের ভেতরে অসামাজিক কাজের জন্য রুম ভাড়া দেয়ায় চাইনিজ রেস্টুরেন্টে ও কফি হাউজের মালিক মধ্য পাড়া ২নং ওয়ার্ডের সভাপতি মো. ফরিদের ছোট ভাই মো. আনিছুর রহমান আনিসসহ চার জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুর সারে ১২টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মুন্সীগঞ্জ সিরাজদিখান থানা ডিএইচবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল বাসার জানান, কাকালদী এলাকায় ঢালী আম্বারস রিসোর্ট সংলগ্ন অপর্ূব ফাস্টফুড ও কফি হাউজে অসামাজিক কার্যকলাপ চলে বলে অভিযোগ রয়েছে। শনিবার গোপন সংবাদের ভিক্তিতে ফাস্টফুডের গোপন কক্ষে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন ছাত্র ছাত্রী ও অনুমোদন ছাড়া রুম ভাড়া দেয়ায় অপর্ূব ফাস্টফুড ও কফি হাউজের মালিক মোঃ আনিছুর রহমান আনিসকে আটক করা হয়েছে। এলাকাবাসী জানায়, অনুমোদন ছাড়া অপর্ূব ফাস্টফুড ও কফি হাউজে ও ইছাপুরা কে.বি.ডিগ্রী মহাবিদ্যালয় সংলগ্ন কফি হাউজ,ইছাপুরা বাজার এর আশপাশের এলাকায় বিভিন্ন ফাস্টফুড কফি হাইজে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চলছে। উপজেলার আইনশৃঙ্খলা সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বিষয়টি বারবার তুলে ধরলেও রহস্যজনক কারণে উপজেলা প্রশাসন বিষয়টি এড়িয়ে আসছিল। অবশেষে শনিবার পুলিশ কাকালদী অপর্ূব ফাস্টফুড ও কফি হাউজে অভিযান চালিয়ে গোপন কক্ষে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মালিক মোঃ আনিসসহ চার জনকে আটক করেছে।