|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় মনসুর আহম্মদ’র মায়ের কুলখানি অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া পৌরসভাধীন বাঁশপাড়া গ্রামের কৃতি সন্তান (NSI) অতিরিক্ত পরিচালক মনসুর আহাম্মদ'র মা সদ্য প্রয়াত মরহুমা হোসনে আরা বেগম'র কুলখানি অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, কুলখানিতে প্রধানমন্ত্রী কার্যালয়'র দুই কর্মকর্তা এবং আ'লীগ কেন্দ্রীয় কমিটি'র তথ্য ও গবেষণা সম্পাদক ডঃ সেলিম মাহমুদ, ফেনী-২ আসন'র সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী -১ আসন'র সাংসদ শিরীন আখতার এমপি, জেলা পুলিশ সুপার মোঃ নুরুন্নবী পি.পি.এম, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার, জনতা ব্যাংক'র চেয়ারম্যান ডঃ জামাল উদ্দিন, ফেনী জেলা আ'লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ আকরামুজ্জামান, ছাগলনাইয়া উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক সহ কুলখানিতে মরহুমার আত্মীয় স্বজন, সুহৃদ ও অনুরাগীরা উপস্থিত ছিলেন। শেষে মিলাদ মাহফিল ও দোয়ায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। উল্লেখ্য: ছাগলনাইয়ার কৃতি সন্তান জাতীয় নিরপত্তা বিভাগের অতিরিক্ত পরিচালক মনসুর আহম্মদ'র মা মরহুমা হোসনে আরা বেগম গত ১১ মার্চ দুপুর ১ টায় ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐদিন রাত বাদ এশা ছাগলনাইয়া বাঁশপাড়া মাইলের মাথা নামক স্থানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.