|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বর্নিল কৈশোর সেরা দশে হাজীগঞ্জের নাশিত ও মেশকাত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২০
নিজস্ব প্রতিনিধি
পরিবার পরিকল্পনা অধিদপ্তের আয়োজনে স্কুলভিত্তিক প্রতিযোগীতা মুলক অনুষ্ঠান বর্নিল কৈশোরের শেরা দশে বিজয়ী হাজীগঞ্জের দুই শিক্ষার্থী। এরা হচ্ছে, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবিকুন্নাহার নাশিত ও নুরে মেসকাত মিশু। তাদেরকে সনদ,ক্রষ্ট ও এক বছরের শিক্ষাবৃত্তি ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয। দেশে সেরা ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে ৮ টি প্রতিষ্ঠানের ১০ জন শেরা বের করে আনা হয়।
বৃহস্পতিবার বিকালে ঢাকার পুরানা পল্টনের ফারস হোটেল এন্ড রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব মো. আলী নুর। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা পরিচালক আ খ ম মহিউল ইসলাম, যুগ্নসচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তের আই ই এম ইউনিটের পরিচালক আশফুন নেছা। বক্তব্য রাখেন খুলনা সরকারী হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শেখ সাদি ও শ্ব্যামপুর হাই স্কুলের শিক্ষার্থী তন্নী।
২ মাস ধরে ট্রিম কর্পোরেশ মুল অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন। সবকটি অনুষ্ঠান পরিচালায় ছিলেন প্রখ্যাত উপস্থাপক মো. ইউনুছ উল্যাহ।হাজীগঞ্জের সেরা দশের
নাশিত দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীমের মেয়ে ও মেসকাত জগন্নাথপুর হাজীএরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটি হোসাইন আহমদ তালুকদারের মেয়ে। তারা জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
১. পুরস্কার গ্রহন করছেন সাবিকুন্নাহার নাশিত
২. পুরস্কার গ্রহন করছেন নুরে মেশকাত মিশু।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.