|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কচুয়ায় মুজিববর্ষ উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কচুয়া ক্যামব্রিয়ান স্কুলে পুরস্কার বিতরনী সভায় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে ও কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মো. আমির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, ক্যামব্রিয়ান স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল ইসলাম, রহিমানাগর শেখ মজিবুর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো.আব্দুল মালেক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক মানিক ভৌমিক প্রমুখ।
এ সময় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশরে নেতৃবৃন্দ ও উপজেলা বিভিন্ন কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়ায় বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.