|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২০
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল আহাম্মদ নাসের বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় পাঁচ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড ও কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
এই রোগের উপসর্গ সর্দি জ্বর কাশি লক্ষণ নিয়ে আসা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। কন্ট্রোল রুমে একজন ডা. সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
জনপ্রতিনিধি স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সব এলাকায় খোঁজ খবর রাখা হচ্ছে। বিদেশ ফেরত কেউ আসলে যাতে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা যায়।
তিনি আরো বলেন, এ ধরনের কোনো রোগী পাওয়া গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সঙ্গে যোগাযোগ করে ঢাকায় পাঠিয়ে দেয়া হবে।
ইউএনও আব্দুর রহিম সুজন বলেন, করোনাভাইরাস নিয়ে যাতে কোনো আতঙ্ক না ছড়ায় সে জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রশাসনের কর্তা ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। সার্বক্ষণিক সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.