|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রামগতিতে হাম রুবেলা টিকাদান কার্যক্রম অবহিতকরন সভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২০
সিরাজুল ইসলাম লক্ষ্মীপুরঃ
রামগতি (লক্ষ্মীপুর) মুজিব বর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ” শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে হাম -রুবেলা ক্যাম্পেইন -২০২০ অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ডবিওএইচও, ইউনিসেফের সহায়তায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: আবদুর রহিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, আবাসিক মেডিকেল অফিসার ডা: কামনাশীষ মজুমদার, মেডিকেল অফিসার ডা: নাহিদ রায়হান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলাম, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: আবদুর রহিম বলেন, হাম রুবেলা দুটি ভাইরাসজনিত মারাত্বক সংক্রামক রোগ। যা আক্রান্ত ব্যাক্তির হাঁচি কাশির মাধ্যমে দ্রæত ছড়ায়। আয় আয় সোনামণি টিকা দিয়ে যা শ্লোগানে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে হাম-রুবেরার টিকা দিতে হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.