|| ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ব্রীজের নামফলক ভাংচুরের অভিযোগ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২০
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের কচুয়ার কাদিরখিল-প্রসন্নকাপ-মালচোয়া সুন্দরী খালের উপর দৃষ্টি নন্দন ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত নামফলক বুধবার রাতে ভাংচুর করছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন বলেন, সম্প্রতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এ ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যারা ব্রীজের নাম ফলক ভাংচুর করেছে, তারা এলাকার উন্নয়ন চায় না। আমরা এর তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ শাস্তির দাবি করছি।
ওসি ওয়ালী উল্লাহ অলি জানান, নাম ফলক ভাংচুরের ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবিঃ কচুয়ায় ভাংচুরকৃত ব্রীজের নামফলক।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.