|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে প্রতিপক্ষের আতংকে ঘর ছাড়া এক পরিবার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২০
হাজীগঞ্জ প্রতিনিধি:
হাজীগঞ্জে এক অসহায় পরিবারের উপর ও তাদের বসতঘরে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। অতর্কিত হামলায় ইকবাল হোসেন (৩৫) ও রাজমিস্ত্রি হানিফ (৩২) আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দু'জনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়েছে।
গত (৭ মার্চ) শনিবার বিকেলে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
১১ মার্চ মঙ্গলবার বাদী ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, আমার বাবার পুরাতন বসতঘরের মেরামত কাজ করতে গিয়ে একাধিকবার চাচা ও চাচাতো ভাইয়ের আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে হামলা চালায়। তারা তারই ধারাবাহিকতায় শনিবার সম্পত্তি দখল করতে না পেরে আমার উপর ও রাজমিস্ত্রির উপর অতর্কিত হামলা করে। এতে আমি ও রাজমিস্ত্রি আহত হয়েছি।
তিনি আরো জানান, আমরা দুইটি মামলা করেও বাড়ীতে থাকতে পারছি না। বিভিন্নভাবে হুমকী-ধমকী দেয়া হচ্ছে। আমরা নিরাপত্তায় ভুগছি। জীবন বাঁচাতে বাড়ী ছেড়ে হাজীগঞ্জ বাজারে আশ্রয় নিয়েছি।
অভিযোগে দেখা যায়, ওই বাড়িরর মোহাম্মদ আলী বেপারী ছেলে জয়নাল আবেদীন ও তার ছেলে ফরহাদ হোসেন দলবল নিয়ে বাদী পক্ষের উপর অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। প্রতিপক্ষের অতর্কিত হামলা আহত হন ইকবাল হোসেন ও রাজমিস্ত্রি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরো জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি দুপুরে জয়নাল আবেদীন ও তার ছেলে ফরহাদ মেরামত কাজে বাধা দিয়ে বিভিন্ন মালামাল নষ্ট করে। ওই ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.