|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার খোলা আকাশের নিচে বসবাস- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২০
মোঃ মাসুদ রানাঃ
চাঁদপুরের কচুয়ার জয়নগর গ্রামে বৈদ্যুতিক আগুনে হানিফ মিয়া নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবার সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। গত রবিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে নগদ ৫০ হাজার টাকা, মালামাল, প্রয়োজনীয় কাগজপত্র,দলীলসহ প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতিসাধান হবে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছেন।
জানাগেছে, উপজেলার ১নং সাচার ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত: চুনু মিয়ার ছেলে হানিফ মিয়ার পরিবারের অনুপস্থিতিতে ঘটনার দিন বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকান্ড ঘটে।
তাৎক্ষনিক দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারটি তার বসতঘর ও সব কিছু হারিয়ে খোলা এক কাপড়ে খেয়ে না খেয়ে আকাশের নিচে বসবাস করছে।
কচুয়া : কচুয়ার জয়নগর গ্রামে পুড়ে যাওয়া হানিফ মিয়ার ঘর।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.