|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার বাচাঁইয়া ৬ষ্ঠতম শ্রী শ্রী গীতা সংঘের হরিনাম মহাযজ্ঞ >> দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি,
কচুয়া উপজেলা বাচাঁইয়া পূর্ব পাড়া শ্রী কৃষ্ণের দোলযাত্রা উপলক্ষ্যে ৬ষ্ঠতম শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে উদয় অস্ত হরিনাম মহাযজ্ঞের কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী বাচাঁইয়া পূর্বপাড়া কালি মন্দিরের আয়োজনে মহাযজ্ঞ সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি হরে কৃষ্ণ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্যামল শীলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ। প্রতিবছর দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তবৃন্দ ও কীর্ত্তন পরিবেশন করার জন্য অতিথিবৃন্দ আসেন। এসময় বিএনপি ফোরমের সভাপতি মাখন চন্দ্র,সংঘের সদস্য বিমল সরকার,দুলাল শীল,অসীম সরকার,পিন্টু শীল,তপন শীল,অপু শীল,খোকন সরকার,শ্রী কৃষ্ণ,ধীরেন্দ্র শীল,নিমাই সরকার ও বিজয় সরকারসহ প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.