|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
রাজশাহীতে করোনা আতস্কে মাস্কের দাম আকাশ ছোঁয়া-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২০
আকাশ সরকার রাজশাহী ব্যুরো:
করোনাভাইরাস আতঙ্কে রাজশাহী মহানগরীতে মাস্কের চাহিদা বেড়েছে কয়েকগুণ। গ্রাহকের চাহিদাকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মাস্ক এর দাম হঠাৎ করেই বাড়িয়ে দিয়েছে। যদিও রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এখনি মাস্ক না ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। তারপরও আতঙ্কিত হয়ে মানুষ মাস্ক কেনা শুরু করেছে। রাজশাহী মহানগরীর ওষুধের দোকান ও সার্জিক্যাল দোকান, ফুটপাতের দোকানগুলোতে তীব্র সংকট দেখা দিয়েছে মাস্কের। সংকট দেখিয়ে নেয়া হচ্ছে কয়েকগুণ দাম।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ তিনজন করোনা ভাইরাস রোগী চিহ্নিত হওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে জানতে পেরে মানুষ মাস্ক ও হ্যান্ড ওয়াস কিনতে ছুটছেন দোকানে। রাজশাহী মহানগরীর কোন কোন দোকানে সার্জিক্যাল মাস্ক নেই এমন ছোট আকারের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। গত রোববার থেকে হঠাৎ করেই মাস্কের চাহিদা বেড়েছে। রোববার দ্বিগুণ দামে বিক্রি হলেও সোমবার থেকে সার্জিকাল মাস্ক অনেক দোকানে পাওয়া যাচ্ছে না। নগরীর অন্যতম প্রধান এলাকা সাহেব বাজার ও লক্ষীপুরের দোকান গুলোতে ২০ টাকা দামের মাস্কের দাম নেয়া হচ্ছে ৬০/৮০ টাকা।
মঙ্গলবার সন্ধাই এক ক্রেতা অভিযোগ করে জানান, সংকট দেখিয়ে লক্ষীপুরে ২০টাকার মাস্ক ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করছে। কম দাম বললে তারা বিক্রি করছে না। তবে এক দোকানিকে জানতে চাইকে বলেন, পাইকারিতে দাম বেড়েছে তাই বেশি দাম নেয়া হচ্ছে। ২০ টাকা দামের মাস্ক ৬০/৮০ টাকা নেওয়ার কথা অস্বীকার করে। এ বিষয়ে জেলা প্রশাসক হামিদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা এখনো মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করিনি। তারপরও যদি কোন দোকানে মাস্কের দাম বেশি নেই তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.