|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
‘‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্ততি, টেকসই উন্নয়ন আনবে গতি’’ এ ¯েøাগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নি বিষয়ক মহড়া এবং পুরস্কার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশসান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থপনা কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুব-উল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আশেকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইদুর রহমান, ১নং সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, ৯নং কড়ইয়া ইউপি চেয়ারম্যান মো. আহসান হাবিব জুয়েল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রচনা ও কবিতা প্রতিযোগীতা অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া: জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
কচুয়া: জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে পুরস্কার বিতরন করছেন অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.