|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরে জরুরী সভা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সভা থেকে নাটোর সদর হাসপাতাল ছাড়াও শহরতলীর একডালা এলাকায় অবস্থিত অব্যবহৃত ভবঘুরে আশ্রয় কেন্দ্রে ২০০ রোগীর চিকিৎসা ক্ষমতা সম্পন্ন আইসোলেশন ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৯ মার্চ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, সিভিল সার্জন ডা, কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরি জলি, সদর উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীদের চাপ মোকাবিলায় আগাম প্রস্ততি হিসেবে নাটোর সদর হাসপাতাল ছাড়াও শহরতলীর একডালা এলাকায় অবস্থিত অব্যবহৃত ভবঘুরে আশ্রয় কেন্দ্রে ২০০ রোগীর চিকিৎসা ক্ষমতা সম্পন্ন আইসোলেশন ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.