|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় পৌরসভার উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
"শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে পালন করার লক্ষ্যে এক প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) রাত ৮ টায় ছাগলনাইয়া পৌরসভার আয়োজনে পৌরসভার হল রুমে উক্ত প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা'র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পৌর আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, পৌরসভার ৯ টি ওয়ার্ড আ'লীগ নেতা ও কাউন্সিলর বৃন্দ, পৌর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনীর পেশাজিবী ও সুশীল সমাজ। মুজিববর্ষের প্রস্তুতিমুলক সভার সভাপতি পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জন্মশতবার্ষিকী উপলক্ষে পৌরসভার অধীনে ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মি ও পৌর কাউন্সিলরদের নিকট, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানটি কিভাবে ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে ফুটিয়ে তোলা যায় সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। সভার সভাপতি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জন্মশতবার্ষিকী উদযাপনকে সামনে রেখে উপস্থিত সংশ্লিষ্ট সকল ও পৌর কাউন্সিলরদের কে অনুষ্ঠানটি সুষ্ঠ ও জাঁকজমকপূর্ণ ভাবে সফল করতে তৃনমূল পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.