|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় দ্বীনি শিক্ষার অনন্য নাম ‘শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া নূরানী মাদ্রাসা’
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলায় দ্বীনি শিক্ষার এক অন্যান্য নাম শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া নূরানী মাদ্রাসা। মাদ্রাসাটি ২০১৯ সালে ৭০জন শিক্ষার্থী নিয়ে পরকালে নাজাত পাওয়ার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল রশিদ প্রধানের জৈষ্ঠ সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুন সমাজসেবক মো: নাছির উদ্দিন প্রধানের আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসাটি স্থাপিত হয়। বতর্মানে শিশু,১ম,২য় ও ৩য় শ্রেনীর গরীব এতিম ও মেধাবী শিক্ষার্থীদেও দ্বীনি শিক্ষায় আলোকিত করতে চারজন শিক্ষক নিয়মিত পাঠদান করাচ্ছেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক মো: ইয়াকুব জানান, দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেয়া হয়। আমরা স্বল্প বেতন ও কোন কোন ক্ষেত্রে সম্পূর্ন ফ্রি সার্ভিসে শিক্ষার্থীদের পাঠদান করিয়ে আসছি। ভবিষ্যতে আরো শিক্ষার্থী বৃদ্ধি করতে বর্তমান শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেনীতে শিক্ষার্থীদের ভর্তি করাতে অভিভাবকদের এগিয়ে আসতে তিনি আহŸান জানান।
শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: নাছির উদ্দিন প্রধান বলেন, আমার প্রয়াত বাবা এ এলাকাকে আলোকিত করতে আলিম মাদ্রাসায়, মসজিদ নির্মানসহ ব্যাপক কাজ করে গেছেন। তার দেখানো পথ অনুসরণ করেও আমিও মানুষের সেবা করতে চাই। আগামী জুন মাসের মধ্যে এই স্থানে হাফেজিয়া ও এতিমা খানা চালুর উদ্যোগ রয়েছে। আমার বিশ্বাস এলাকাবাসী ও প্রশাসন প্রতিষ্ঠানটির উন্নতিকল্পে সহযোগিতার হাত বাড়াবেন।
কচুয়া: শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন প্রধানের সাথে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.