|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরে টিআইবি এর আয়োজনে নারী দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
‘প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কতৃক আয়োজিত মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ ছাড়াও নববিধান বালিকা উচ্চ বিদ্যালয় ও বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
দিবসটি উপলক্ষে টিআইবি’র প্রতিপাদ্য ছিল ‘টেকসই উন্নয়ন অভীষ্ট, সুশাসন, সমতা ও নারী’। মানববন্ধনকালে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সনাক সভাপতি রনেন রায়, সহ-সভাপতি হামিদা বানু বেগম, সদস্য ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, স্বজন সদস্য হাফিজা খনম জেসমিন বেসরকারী সংস্থা ‘উদ্দীপন’ এর আঞ্চলিক ব্যবস্থাপক শহীদুল ইসলামসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.