|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুয়েতের সাথে বাংলাদেশ-ভারতসহ ৭দেশের ৭দিন বিমান চলাচল বন্ধ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২০
মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ কুয়েত সরকার সাতটি দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
দেশটির মন্ত্রীপরিষদের জরুরী এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
শুক্রবার (৬ই মার্চ) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। স্থানীয় দৈনিক আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামি এক সপ্তাহ বহাল থাকবে।
দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিশর, ফিলিপাইন, সিরিয়া এবং লেবানন।
এর আগে চীন ইরান জাপান ইতালি কোরিয়া সিংগাপুর ও থাইল্যন্ডের সাথে বিমান চলাচল বন্ধ ছিল।
একই সঙ্গে দেশটির যেসব নাগরিক এই সকল দেশগুলোতে ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এমনটাই জানিয়েছেন কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বিশ্বের ৯৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। কুয়েতে এ পর্যন্ত ৫৮ জন আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। করোনাভাইরাস যাতে দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।
উল্লেখ্য, গত ৩ দিনে নতুন কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.