|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
অসহায় মিনতির পাশে – শাহরাস্তি গীতা স্কুল পরিচালনা পরিষদ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২০
বিশেষ প্রতিনিধি: শাহরাস্তিতে অসহায় মিনতি দাসের কন্যার বিবাহের আর্থিক অনুদান দিলেন জিএসপিপি । শাহরাস্তি উপজেলার পৌর এলাকার সাহাপুর গ্রামের অসহায় মিনতি দাসের বড় মেয়ের বিয়ে ১০ মার্চ ধার্য করা হয়েছে। যখন নিরুপায় হয়ে বিবাহযোগ্যে কন্যার খরচ যোগাতে কষ্টসাধ্য হয়ে পড়েছে । ঠিক তখনই জয় গীতার কৃপা পেতে শাহরাস্তি গীতা স্কুল পরিচালনা পরিষদ সংগঠনের মানবিক সনাতন যুবরা এ কন্যাদায়গ্রস্ত স্বামীহারা মায়ের বড় মেয়ের বিবাহ কার্যের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে। শুক্রবার ৬ই মার্চ এ সময় সবাই মানবতার জয় গান গাই, সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। ঐ এলাকার মানুষের পাশে একমত হয়ে কাজ করবে এবং নিস্বার্থ দানই হচ্ছে পরকালের শেষ্ঠ সম্পদ বলে কুশল বিনিময় করে। উক্ত সংগঠনের সদস্য সচিব শ্রী দেবাশীষ ঘোষ আপনের নেতৃত্বে যুগ্ন আহবায়ক সাংবাদিক সুমন বিশ্বাস, আকাশ চন্দ্র দাস, বাসুদেব পাল, সুব্রত দাস, বিশিষ্ট ব্যবসায়ী সমীর ও রাজু ঋষি উপস্থিত থেকে সহযোগিতা পথ সুগম করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.