|| ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
নাটোরে জাতীয় পাট দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ ‘সোনালী আঁশের সোনার দেশ-মুজিববর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০ টার দিকে শহরের স্বাধীনতা চত্বর (মাদ্রাসা মোড়) থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক হাফিজুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.