|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২০
সালে আহমেদ, ঢাকাঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় হামিম ভূঁইয়া (৩৫) নামে একজন মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। জানা গেছে, হামিম ভূঁইয়া ডেমরায় থাকতেন। এছাড়া উত্তরায় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন।
গত ০৪ মার্চ( বুধবার) বেলা ৮টার দিকে যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকার রাজমহলের সামনে দুর্ঘটনার কবলে পড়ে মারা যান তিনি।
নিহত হামিমের পরিবারের সদস্যরা জানান, হামিম বাসা থেকে সকালে মোটরসাইকেল নিয়ে উত্তরায় অফিসে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী মৃধাবাড়ি রাজমহল হোটেলের সামনে পৌঁছালে মাটি টানার ছোট ট্রাক তাকে ধাক্কা দেয়। ওই সময় গুরুতর আহত হন হামিম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.