|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বড়াইগ্রামে অবৈধ এন্টিবায়োটিক তৈরী করায় জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে এগ্রোভেট এন্টিবায়োটিক তৈরীর অপরাধে রুট এগ্রোভেট কম্পানির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।গতকাল বুধবার উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজারে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার পারভেজ। দন্ডপ্রাপ্ত ম্যানেজার শরিফুল ইসলাম (২৮) উপজেলার দিয়ারপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. উজ্জল কুমার কুন্ডু বলেন, প্রতিষ্ঠানটিতে ভ্যাটেনারী খাবার প্রক্রিয়াজাত করণের অনুমোদন আছে। কিন্তু তারা অনুমোদন ছাড়াই এন্টিবায়োটিক উৎপাদন শুরু করে। এটা দন্ডণীয় অপরাধ।
ইউএনও আনোয়ার পারভেজ বলেন, প্রাথমিক ভাবে অর্থদন্ড দিয়ে সর্তক করা হয়েছে। এরপরও একই অপরাধ করলে জেল-জরিমানা উভয়ই করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.