|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
জাতীয় সমাজতান্ত্রীক দল ছাগলনাইয়া উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ "শ্রমজীবি, কর্মজীবি ও পেশাজীবি জনগন এক হও" এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাগলনাইয়া উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৩ টায় পৌর শহরের স্থানীয় ডাকবাংলোতে উক্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদার'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিকদল (জাসদ) ফেনী জেলা শাখার সভাপতি মাষ্টার নুরুল ইসলাম।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ রিপন'র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদ'র সাবেক সভাপতি কাজী আবদুল বারী, উপজেলা জাসদ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিমউল্যাহ্ ভুঁইয়া, জেলা শ্রমিক জোটের সভাপতি সাহাব উদ্দীন, পৌর জাসদ সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা জাসদ সহ-সভাপতি নুরুল আমিন, উপজেলা জাসদ দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভুঁইয়া, সদস্য আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা জাসদ সহ-সভাপতি মাহমুদা আক্তার, পৌর জাসদ প্রচার সম্পাদক কাজী মহিউদ্দীন, ফুলগাজী উপজেলা নারী জোটের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য নাসিমা বেগম, ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আসমাউল হোসনা, সদস্য রেহানা আক্তারসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.