|| ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবসে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা করা হয়।
ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ।
ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়অ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার ও ইউপি সদস্য সফিউল খান প্রমুখ। এসময় ইউপি উদ্যোক্ত শাহজালাল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান,রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন ইমন, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,ইউপি সদস্য ইকবাল হোসেন, আব্দুল খালেক, আব্দুল মান্নান (মনু),লোকমান হোসেন ভূঁইয়া,জিলানী,মামুনুর রশিদ,লাকী আক্তার,ফাতেমা বেগম নুরুন্নাহাসহ বাজার ব্যবসায়ী ও এলাকার বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের উদ্যোগে সহস্রাধিক নারীর হাতে উপহারস্বরূপ মগ দেয়া হয়েছে।
কচুয়া: পালাখাল মডেল ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ইউএনও দীপায়ণ দাস শুভ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.