|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়া উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২০
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রলীগের নব গঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা বের করা হয়েছে। বুধবার দুপুরে নব গঠিত কমিটির আহ্বায়ক ও যুগ্ন আহ্বায়কের নেতৃত্বে স্থানীয় সাংসদ,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কচুয়ার উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীর, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারন সম্পাদক সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানিয়ে কচুয়া বিশ^রোড এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল কচুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দক্ষিন বাজার শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সদস্য ফয়সাল ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো: নাজমুল আলম স্বপন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মো: মাহবুব আলম,কচুয়া উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির আহ্বায়ক সালাউদ্দিন সরকার,যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দিন প্রমুখ। এসময় কচুয়া সদর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়,সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বিপ্লব,পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল,৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন যুবলীগের সাবেকক সাধারন সম্পাদক মোস্তফা প্রধান সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়া উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.