|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২০
সোনাগাজী প্রতিনিধি :
৩ই মার্চ ২০২০ খ্রিস্টাব্দ, রবিবার সন্ধ্যা ৬টায় সোনাগাজী পৌর শহরের নিউ ফুড গার্ডেনে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির মাসিক সাধারণ সভা ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ রিয়েলের সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈনের সঞ্চালনায় সংগঠনটির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বক্তব্য রাখেন- সোনাগাজী প্রেসক্লাব সাধারণ সম্পাদক গাজী মোঃ হানিফ,
উপস্থিত ছিলেন- সাংবাদিক জহিরুল হক খাঁন সজীব, মেহেরাব হোসেন মেহেদী, কবি মহিউদ্দিন খোকন, আফতাব হোসেন মমিন ভূঞাঁ, সাহেদ সাব্বির, নির্বাহী সদস্য বাহার উল্যাহ, কমরেড আবু তাহের প্রমুখ।
সংগঠনের সভাপতি বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন শুনানো হয় ও উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে তাহা অনুমোদন করা হয়।
সভায় বক্তাগণ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপর গুরুত্বারোপ করেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আলোচনা সভার সিদ্ধান্ত উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়াও সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার উপর উপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সাংবাদিকদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.