|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
চান্দিনার মাধাইয়া কাশিমপুর ৮প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও ৩তম মহোৎসব অনুষ্ঠিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২০
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া কাশিমপুর গ্রামে বৈখুন্ঠবাসি রাখাল সরকারের বাড়িতে শ্রীমদভগবদ সংঘের উদ্যোগে বিশ্ব শান্তি কল্পে মাধাইয়া কাশিমপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ সার্বজনীন নামযজ্ঞ উৎসব ৮প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ৩তম মহোৎসব শুরু। গত ১৬ই ফাল্গুন রোজ শনিবার সন্ধ্যায় রাত ৮টায় শ্রীমদভগবদ গীতা পাঠ,পাঠ করবেন-কৃষ্ণ গোস্বামী। ১৭ই ফাল্গুন রোজ রবিবার নামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন। ১৮ই ফাল্গুন অরুণোদয় হইতে ১৯ই ফাল্গুন ঊষালগ্ন পর্যন্ত চলবে। মধুর হরিনাম পরিবেশনায় করবেন, শ্রী শ্রী কৃষ্ণ সম্প্রদায়,(কুমিল্লা ) রাধা কৃষ্ণ সম্প্রদায়,( কচুয়া,চাঁদপুর) মা লক্ষী সম্প্রদায়(বাগেরহাট)গীতাাঞ্জলি সম্প্রদায়(কুমিল্লা)সৎ সংঘ সম্প্রদায়(সাতক্ষীরা)যুব সংঘ সম্প্রদায়।র্কীতন চলাকালীন ভক্তদের জন্য দিবা-রাত্রী প্রসাদের ব্যবস্থা আছে।২ই মার্চ রোজ সোমবার শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ।
ছবিঃ চান্দিনা মাধাইয়া কাশিমপুর গ্রামে ৮প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও ৩তম মহোৎসবের ভক্তবৃন্দোর একাংশ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.