|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত অধ্যক্ষের মৃত্যু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ মার্চ, ২০২০
খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ থেকে :
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসার অধ্যক্ষ আবুল মাও. আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে। তিনি রবিবার ভোরে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়। গত ২৮ ফেব্রুয়ারি কচুয়ায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
আবুল কালাম আজাদ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পাঁচই কাজী বাড়ির বাসিন্দা। তিনি ওই গ্রামের আবুল বাসারের ছেলে। জীবদ্দশায় তিনি হাজীগঞ্জর বলাখাল নুরে মদিনা নেছারিয়া আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, কচুয়ার ফতেহপুর( ফাজিল) স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
তার ছোট ভাই আবদুল আউয়াল জানান, গত ২৮ ফেব্রুয়ারি তিনি মাদ্রাসায় যাওয়ার সময় কচুয়ায সড়ক দুর্ঘটনায় কবলিত হয়। পরে তাকে স্থানিয় হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি দেখে ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি ৩ ছেলে ১ মেযের জনক।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.