|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে ইঁদুরের বিষ খেয়ে কিশোরির আত্নহত্যা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ মার্চ, ২০২০
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের ঘোয়াল বিঠার গোলাপ মিয়া কন্যা লাকি আক্তার (২০) বিষ খেয়ে আত্মহত্যা ঘটনা ঘঠে।
কন্যার বাবার বাড়ির লোকজন জানায় লাকি আক্তারের আনুমানিক আড়াই থেকে তিন মাস আগে ঈশ্বরগঞ্জের মহেশপুর গ্রামে হারুন মিয়ার (ডাক নাম বাশার) কাছে পারিবারিক বিবাহ দেন।
কিন্তু লাকি আক্তারের স্বামী পচন্দ না হওয়ার সে স্বামীর বাড়ি যেতে চাইতো না, এবং হারুন মিয়ার সাথে ঘর সংসার করবে না বলে তার বাবা মা কে জানায়।
লাকির বাবা মা সাথে যোগাযোগ করে আজ রবিবার লাকির স্বামী নিতে আসলে স্বামীর সাথে অভিমান করে রাগে ইঁদুরের বিষ খেয়ে ফেলে। তাৎক্ষণিক ভাবে নান্দাইল উপজেলার হাসপাতালে নিয়ে যায় পরে হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করে এবং রাস্তার তার মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ওসি মুনসুর আহাম্মদ জানান এ বিষয়ে কেউ থানায় অবহিত করেনি, অভিযোগ করলে আইনগত ব্যবস্তা গ্রহণ করা হবে।
স্হানীয় ইউপি মেম্বার আমিনুল ইসলাম বুলু ঘঠনার সত্যতা জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.