|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিশু শুভ হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২০
সালে আহমেদ, ডেমরাঃ
রাজধানীর ডেমরার পাশে চনপাড়ায় অটোরিক্সার চাপায় নিহত শিশু শুভো হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও শোকর্যালি পালিত ।
২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে অনির্বাণ ফাউন্ডেশন উদ্যাগে উক্ত মানববন্ধন উপস্থিত ছিলেন অনির্বাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা নুর আলম মুন,সহকারী উপদেষ্টা মনির হোসাইন, সভাপতি খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ অনির্বাণ ফাউন্ডেশনের সকল সদস্য, ভলান্টিয়ার ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবি তোলেন,মাদকাসক্ত চালক প্রত্যাহার,অপ্রাপ্তবয়স্ক চালক প্রত্যাহার,অদক্ষ চালক প্রত্যাহার,মহল্লার ভেতর পায়ে চালিত রিক্সা চাই,বিরক্তিকর ইলেকট্রনিক হর্ণ বন্ধ চাই,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গতি নিয়ন্ত্রক তৈরী,বিভিন্ন সময় স্কুল কলেজের শিক্ষার্থীদের পরিক্ষার সময় গানবাজনা বাজানোর সময় নির্ধারণ করা,দ্রুত গতিতে মোটরসাইকেল না চালানো।
এসময় উপস্থিত জনসাধারণ সাথে কথা বলে জানা যায়, প্রতিনিয়ত চনপাড়ার এই সড়কটিতে দূর্ঘটনা ঘটে থাকে। এর প্রতিকারের কোনো উদ্যাগে নেই, অামরা অতিষ্ঠ হয়ে অাজ মাঠে নামলাম।
অনির্বাণ ফাউন্ডেশনর উপদেষ্টা নূর অালম বলেন,সড়কের শৃঙ্খলা ও দূর্ঘটনা প্রতিরোধে দাবি আদায়ের ক্ষেত্রে খুব শিগগিরই অনির্বাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্বারক লিপি ও গণ সাক্ষর প্রদান করা হবে। আশা করি উধ্ধতন মহল যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.