|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
কচুয়ায় সুবিধাবঞ্চিতদের উন্নয়নের লক্ষ্যে মুক্তি কর্মসূচী’র অবহিতকরণ সভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার বেসরকারি সংস্থা ‘মুক্তি কর্মসূচী’ সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে অবহিতকরণ সভার আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় মানব কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন সংস্থার আয়োজনে বুরগী গ্রামের কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।
সভায় মুক্তি কর্মসূচী’র আহবায়ক ও সাবেক জ্বালানী ও খনিজ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম সংস্থাটির রুপরেখা উপস্থাপন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট শিল্পপতি কামাল উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই মুন্সী ও বাংলাদেশ বাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার।
শিক্ষক জামাল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- অধ্যক্ষ শহীদুল ইসলাম, সমাজসেবক তাজুল ইসলাম ও আবুল বাসার চৌধুরী, শিল্পপতি গোলাম মোস্তফা, শিক্ষক মাহবুব আলম ও রুহুল আমিন, ডাক্তার আব্দুল কাদের, সমাজকর্মী দুলাল প্রধান, পলাশ, জামশেদ, নাছির উদ্দিন, ইসহাক খন্দকার, জোবায়ের বিন হিমেল ও রবিউল হাসান প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.