|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
'শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যান মন্ত্রালয় ও সমাজসেবা অধিদপ্তর'র উদ্যোগে ছাগলনাইয়া শিশু পরিবার (বালক) কর্তৃক আয়োজিত দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় ছাগলনাইয়া শিশু পরিবার প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের'র সভাপতিত্বে ও উদ্ভোধণী অনুষ্ঠান'র মধ্যে দিয়ে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ'র চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা, জেলা সমাজসেবা কার্য্যলয়'র উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান ও সহকারি পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।
শিশু পরিবার'র শিক্ষক গাজী মোতালেব'র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোলেখা শিল্পী, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এম. সিদ্দিকুর রহমান, ইন্সট্রাক্টর ইউআরসি মোঃ মোস্তফা, উপজেলা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জাফর উদ্দিন চৌধুরী, শিশু পরিবার'র শিক্ষক সহ ছাত্রবৃন্দ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মোট ১৭ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.