|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নেত্রকোনায় ডুবন্ত স্কুল ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২০
আল-আমিন, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় নদীর পানি থেকে ডুবন্ত এক শিশুকে উদ্ধার করে কৃতিত্ব অর্জন করেছেন নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান রাজীব সরকার।
গত ২৪ ফেব্রুয়ারি বারহাট্টা উপজেলার কুটুম কান্দা দেউলী গ্রামের অলক চন্দ্র সরকারের ৮ বছরের শিশু পুত্র অনিক চন্দ্র সরকার বিকেলে তার নানা বিমল চন্দ্র সরকারের সাথে ঠাকুরাকোনা ধলাই নদীর উত্তর পাশে গোসল করতে নেমে নদীতে নিখোঁজ হয়।
তারপর পুলিশ হেল্পলাইন ৯৯৯ এ ফোন করলে নেত্রকোনার ফায়ার সার্ভিসের একটি দল মারুফ এর নেতৃত্বে লিডার আব্দুল মজিদসহ ফায়ারম্যান রাজীব সরকার সঙ্গে সঙ্গে নেত্রকোনা থেকে ৮ কিলোমিটার দূরে ঠাকরাকোনা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২ ঘন্টা ডুবুরি দল ধলাই নদীতে খোঁজাখুঁজির পর ফায়ারম্যান রাজীব চন্দ্র সরকার মৃত অবস্থায় অনিক চন্দ্র সরকারকে নদীর গভীর পানি থেকে মৃত উদ্ধার করে উপরে নিয়ে আসেন। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় নদীর দুই পারে উৎসুক জনতার ভির জমে।
ফায়ার ম্যান রাজিব দৈনিক বাংলার অধিকার কে জানান, ঘটনাটি শুনার মাত্রই আমাদের টিম ঘটনা স্থলে পৌছে অক্সিজেন ছাড়াই পানিতে ডুবিয়ে ডুবিয়ে মৃত শিশুটিকে উদ্বার করতে সক্ষম হয়েছি। যতক্ষণ না উদ্বার করতে পারতাম ততক্ষণ আমাদের চেষ্টা অব্যাহত থাকত। বিপদে মানুষের কাছে থাকাই আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য।
এসময় আরও জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আল-আমিন, নেত্রকোনা প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার
তারিখ ২৫-০২-২০২০
মোবাইল ০১৭২৪৬৫৭৭৩৭
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.