|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া পাঠানগড় উম্মুল ক্বুরা মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্ভোধণ করেন পুলিশ প্রসাশন’র অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ সাহাবউদ্দীন কোরেশী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২০
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া উপজেলাধীন পাঠানগড় ইউনিয়ন'র গতিয়া সোনাপুর গ্রামের ফরায়েজী বাড়ীর উম্মুল ক্বুরা মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স'র শুভ উদ্বোধণী অনুষ্ঠান'র আয়োজন করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় উক্ত ইউনিয়ন'র চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল'র সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগ'র সাধারণ সম্পাদক আবদুল হাই ভুঁইয়ার সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ ও উন্নয়ন) সাহাবউদ্দীন কোরেশী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগ'র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ'র চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার খোন্দকার নুরেন নবী পিপিএম, সহকারী সুপার নিশান চাকমা, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ পাঠাননগর ইউনিয়ন'র নুর ইসলাম ফরায়েজী'র নিজস্ব অর্থায়নে উম্মুল ক্বুরা মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সটি নির্মান করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.