|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের মা ফাতেমা বেগমের স্মরণ সভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২০
কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ার ফাতেমা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপনের রত্না গর্ভা মা ফাতেমা বেগমের স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ফাতেমা আইডিয়াল একাডেমীর আয়োজনে এ স্মরণ সভায় প্রধান শিক্ষক কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন স্বপন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমার মা আমার পৃথিবী ছিলেন। আমার মায়ের দোয়ায় আমি এ বয়সে পর-পর এ ইউনিয়নে তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়াসহ অনেক কিছু পেয়েছি। মায়ের নামে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মঙ্গলের জন্য ফাতেমা আইডিয়াল একাডেমী করেছি। আপনারা সকলে আমার মায়ের জান্নাতময় জীবনের জন্য দোয়া করবেন। এ সময় ইউপি সদস্য আবদুল খালেক, সমাজ সেবক জসীম উদ্দীন, জমির হোসেন মিয়াজী, মো. মাহবুব আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া ঃ ফাতেমা বেগমের স্মরণ সভায় বক্তব্য দিচ্ছেন সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.