|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
পূর্বধলায় সরকারি অনুমোদন ছাড়াই তৈরী হচ্ছে ভেজাল চানাচুর- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২০
আল-আমিন,নেত্রকোনাঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা বাজারে অস্বাস্হ্যকর পরিবেশে কোনোরকম মান-নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ও অনুমোদন কতৃপক্ষের অনুমতি ছাড়াই বিষাক্ত পলিথিনের মোড়কে প্যাকেটজাত করে তৈরি হচ্ছে ভেজাল চানাচুর। যা স্বাস্থ্যের জন্য চরম হুমকি।
সরেজমিনে জানা যায়, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অনোপযোগী একটি টিনের ঘরে নিন্মমানের টেষ্টি সল্ট,বিট লবণ,ময়দা- ভেসন পাম-ওয়েল মিশিয়ে তৈরী হচ্ছে "ময়না চানাচুর"। পলিথিনের মোড়কে নেই উৎপাদন তারিখ,নেই মেয়াদ উত্তীর্ণের তারিখ,নেই এমআরপি ও ওজনের পরিমাণ এবং নেই নিবন্ধন নাম্বারসহ টিন নাম্বার, নেই ফায়ার লাইসেন্স ও ফায়ার সেফটি ! উৎপাদিত ভোগ্যপণ্য থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।
শ্রম অধিকার লঙ্ঘন করে একটি বদ্ধ ঘরে দুইজন পুরুষ ও ৪ জন মেয়ে শিশু-শ্রমিককে (১৫ বছরের কম) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভেজাল চানাচুর তৈরীর কাজ করাচ্ছে। স্থানীয়রা জানায়, একটি বদ্ধ ঘরের ভিতরে কি হচ্ছে আমরা বাইরে থেকে জানিনা.!
উক্ত প্রতিষ্ঠানের নামে নেই টিন লাইসেন্স, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর সহ নেই বিএসটিআই এর অনুমোদন। তাহলে কিভাবে তৈরী করছে এই ভেজাল খাদ্যপণ্য, জানতে চাইলে কোন সদোত্তর দিতে পারেনি হালিম ফুড প্রোডাক্টের প্রোফাইটর মোঃ ইব্রাহিম।
এব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
আল-আমিন নেত্রকোনা
তারিখ ২২-০২-২০২০
মোবাইল ০১৭২৪৬৫৭৭৩৭
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.