|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
কচুয়ার লেখক পারভেজ আলমের উপন্যাস রূপকথার পল্লী বইয়ের মোড়ক উন্মোচন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান, তরুন উদীয়মান লেখক মো. পারভেজ হোসেনের রচিত উপন্যাস ‘রূপকথার পল্লী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার ঢাকা বই মেলায় এ বইটি মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশ কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট মিনিস্ট্রিয়াল ফেডারেশন (বালাএফ) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু হানিফ সবুজ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উপন্যাস বইটির মোড়ক উন্মোচন করেন।
এসময় বিশিষ্ট সমাজসেবক আরএকে এর সিনিয়র কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মুকুল, ইউপি সদস্য আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা মোহন পাটওয়ারীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, তরুণ লেখক মো. পারভেজ আলম কচুয়া উপজেলার পালগীরি গ্রামের কৃতি সন্তান। তিনি ছোট বেলা থেকেই লেখা লেখির মাধ্যমে নিজেকে জড়িয়ে রেখেছেন। ভবিষ্যতে লেখনীর মাধ্যমে দেশ ও সমাজকে ভালো কিছু উপহার দিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
ছবি ঃ কচুয়ার সন্তান পারভেজ আলমের রচিত রূপকথার পল্লী উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.