|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
সৈয়দপুরে আবাসিক হোটেল সিলগালা, দু’জনের জেল-জরিমানা – দৈনিক বাংলার অধিকার।
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২০

মোঃ জুয়েল রানা (নীলফামারী প্রতিনিধি) অনৈতিক কাজের অপরাধে নীলফামারীর সৈয়দপুরে একটি আবাসিক হোটেল সিলগালাসহ এক যুবককে একমাসের কারাদণ্ড এবং নারীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) পরিমল কুমার সরকার এই আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অনৈতিক কাজের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসটার্মিনাল এলাকায় অবস্থিত ফাইভ স্টার হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্লাবাড়ি এলাকার সোহেল রানা(২০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাবকী এলাকার সুমি আক্তারকে(২১) আটক করা হয়। তারা হোটেল ম্যানেজারের কাছে এক হাজার টাকায় রুম ভাড়া নিয়ে অনৈতিক কাজের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহেল রানাকে একমাস কারাদণ্ড ও সুমি আক্তারের দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, দণ্ডপ্রাপ্ত সোহেল রমজান আলীর ছেলে এবং সুমি জুয়েল হোসেনের স্ত্রী। এ ঘটনায় হোটেলটি সিলগালা করে দেওয়ায় হয় বলে জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.