|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় সরকারি নির্দেশনা থাকলেও উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২০

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
মহান মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা থাকলেও ছাগলনাইয়া বাজারে অনেক দোকান, শপিং কমপ্লেক্স, বিভিন্ন প্রতিষ্ঠান ও জাসদ কার্য্যলয়ে দেখা যায়নি পতাকা উত্তোলন। সরেজমিনে দেখা যায় ২১শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের নির্দেশনা থাকলেও বেশিরভাগ দেখা যায়নি ছাগলনাইয়া ডাকবাংলো রোড, খাদ্যগুদাম রোড, জিরো পয়েন্ট এরিয়ায় শপিং কমপ্লেক্স, রেস্তোরাঁ, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে। পতাকা উত্তোলন দেখা যায়নি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাগলনাইয়া উপজেলা শাখার কার্য্যলয়ে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরকে মুঠোফোনে জানতে চাইলে তিনি গনমাধ্যমকে জানান ২১শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উপলক্ষে সকল প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন'র নির্দেশ দেয়া হয়েছে, যদি কোন প্রতিষ্ঠান উত্তোলন না করে তাহলে প্রসাশন কর্তৃক এই বিষয়ে খতিয়ে দেখবে। উপজেলা জাসদ সভাপতি মোঃ আবদুল হাই (মেম্বার) এর কাছ থেকে জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করেন। জাসদ নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জিজ্ঞেস করলে তিনি গনমাধ্যেমকে বলেন, দলীয় কোন্দল'র কারনে, একে অপরকে কিভাবে ঘায়েল করবে নেতা কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছে। তদুপুরি উপজেলা শাখা যে কমিটি হয়েছে সেই কমিটিকে নিয়ে অনেকাংশ নেতাকর্মীরা হতাশ হয়েছে বলে জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.